গাড়ি চুরির অভিযোগ জানাতে এসে ফের চুরি হল গাড়ি

author-image
Harmeet
New Update
গাড়ি চুরির অভিযোগ জানাতে এসে ফের চুরি হল গাড়ি

নিজস্ব প্রতিনিধি, আসানসোলঃ গাড়ি চুরির অভিযোগ জানাতে এসে ফের চুরি হল গাড়ি । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আসানসোলের দক্ষিণ থানা এলাকায় । পুলিশ সূত্রে জানা গিয়েছে , নন্দকিশোর প্রসাদ নামে এক ব্যক্তি সোমবার দুপুরে নিজের সুইফট ডিসায়ার গাড়িতে এক ব্যক্তিকে ভাড়ায় নিয়ে যান ঝাড়খন্ডের ধানবাদে । রাস্তার মাঝেই ওই ব্যক্তি তাকে ঠান্ডা পানীয়ের সাথে মাদক খাইয়ে দেয় বলে অভিযোগ করেছেন তিনি । এরপর তার আর কোনও হুঁশ ছিল না । মঙ্গলবার সকালে সর্বস্ব খুইয়ে কোনও ভাবে আসানসোলের আরকে ডাঙালের বাড়িতে এসে পৌঁছান নন্দকিশোর । ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । নন্দকিশোর বাবুকে প্রাথমিক চিকিৎসা করানো হয়। এরপর তিনি মঙ্গলবার বিকেলে আসানসোলের দক্ষিণ থানায় অভিযোগ জানাতে আসেন এলাকারই যুবক সুরজ সাউ এর সদ্য কেনা চারচাকা গাড়িতে । থানার থেকে কিছুটা দূরে রাস্তার পাশে গাড়িটি দাঁড় করিয়ে তারা অভিযোগ জানাতে যান থানার ভেতর। তবে অভিযোগ জানিয়ে ফিরে এসে দেখেন সুরজের গাড়িটিও উধাও । পুলিশ সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তল্লাশি শুরু করেছে ।