ব্রাজিল- আর্জেন্টিনার ম্যাচ নিয়ে উত্তেজনা চরমে

author-image
Harmeet
New Update
ব্রাজিল- আর্জেন্টিনার ম্যাচ নিয়ে উত্তেজনা চরমে

​নিজস্ব সংবাদদাতাঃ ইউরো কাপের প্রত্যেক ম্যাচে গ্যালারিতে থাকছে দর্শক। গোল হোক বা দুরন্ত কোনও সেভ, হাততালি দিয়ে বা চিৎকার করে সমর্থন জানাচ্ছেন ফুটবলপ্রেমীরা। আর কোপা আমেরিকা হচ্ছে দর্শকশূন্য স্টেডিয়ামে। যেখানে খেলা চলাকালীন শোনা যাচ্ছে শুধু ফুটবলারদের মধ্যেকার কথোপকথন।

তবে ফাইনালে সেই ছবিটা কিছুটা হলেও বদলাতে চলেছে। আর্জেন্তিনা ও ব্রাজ়িল সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রবিবার ভারতীয় সময় ভোরে ব্রাজ়িল বনাম আর্জেন্তিনার ফাইনালে মাঠে সামান্য সংখ্যক দর্শকের প্রবেশাধিকার দেওয়া হচ্ছে। কিন্তু কতজনকে ফাইনালে মাঠে থাকার অনুমতি দেওয়া হচ্ছে?

আর্জেন্তিনার ফুটবল সংস্থা থেকে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে যে, ফাইনালের জন্য ২১০০ টিকিট লা আলবিসেলেস্তে ভক্তদের জন্য বরাদ্দ করা হয়েছে। সমসংখ্যক টিকিট বরাদ্দ হয়েছে ব্রাজ়িলের সমর্থকদের জন্যও।