নিজস্ব সংবাদদাতাঃ দেখে নিন জুন মাসে কোন রাশির জাতক জাতিকাদের আয় বাড়বে।
মিথুন রাশির আয়ক্ষেত্রে রাহু এবং শুক্রের অবস্থান। আয়ের ক্ষেত্রে শুভফল প্রাপ্তির সম্ভাবনা কম, মধ্যম বা মিশ্রফল প্রাপ্তির যোগ।
কর্কট রাশির আয়ক্ষেত্রে অবস্থান রবি এবং বুধের। মাসের প্রথমার্ধে আয়ের ক্ষেত্রে খুব শুভফল পাওয়া না গেলেও পরবর্তী অর্ধে শুভফল প্রাপ্ত হবে।
সিংহ রাশির আয়ের ক্ষেত্র মাসের প্রথমার্ধে শুভফল প্রাপ্ত হলেও পরবর্তী অর্ধে ফলের পরিবর্তন ঘটবে।
কন্যা রাশির আয়ের ক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টি সম্পর্ক আয়ের ক্ষেত্রে খুবই শুভফল দান করবে।
তুলা রাশির আয়ক্ষেত্রের সঙ্গে সম্পর্ক রাহু এবং শনির। আয়ের ক্ষেত্রে শুভফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে।