নিজস্ব সংবাদদাতাঃ উত্তর সিকিমে গাড়ি খাদে পড়ে মৃত্যু হল ৫ পর্যটক ও গাড়িচালকের। শনিবার রাতে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে চুংথাং - লাচুং সড়কের খিদুমের কাছে। নিহতদের মধ্যে ৩টি নাবালক রয়েছে। নিহত পর্যটকরা সবাই মহারাষ্ট্রের পুনের বাসিন্দা বলে জানা গিয়েছে। সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের যৌথ চেষ্টায় রবিবার দেহগুলি উদ্ধার করা হয়েছে।