প্রতিকূলতাকে পেছনে ফেলে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার লক্ষ্যে সুমিত

author-image
Harmeet
New Update
প্রতিকূলতাকে পেছনে ফেলে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার লক্ষ্যে সুমিত

নিজস্ব সংবাদদাতাঃ একসময় বন্ধুদের অপমানের জবাব দিতে সুমিত মুখার্জি হাতে তুলে নিয়েছিলেন ডাম্বেল।

তখন ২০০২ সাল, নবম শ্রেণীতে পড়েন সুমিত মুখার্জি। শারীরিক গঠনে বাকিদের থেকে রোগা হওয়ায় তাকে বন্ধুদের কাছ থেকে অপমান সহ্য করতে হত প্রচুর। সেই অপমানের জবাব দিতেই শরীর চর্চায় মন দেন তিনি।


 সেই সময় তিনি তার পাশে পেয়েছিলেন তার দাদা সৌম্য মুখার্জিকে। সেই সময় থেকেই বডি বিল্ডার হিসাবে পথ চলা শুরু তার। তার ইচ্ছা ছিল বডি বিল্ডার হিসাবে দেশের হয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। 


তিনি প্রথম ২০০৮ সালে রাজ্যের প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করেন। তবে একাধিকবার রাজ্য স্তরে প্রথম স্থান লাভ করলেও জাতীয় স্তরে তাকে বারংবার অল্পের জন্য পেছনে থাকতে হয়। 


২০১১ সালে তিনি জাতীয় স্তরে তৃতীয় স্থান লাভ করেন বডি বিল্ডিং প্রতিযোগীতায়। তবে তার এই লক্ষ্যে তিনি সবচেয়ে বড় ধাক্কা খান ২০১৭ সালে। 


তার লক্ষ্য পূরণের পথের সঙ্গি তার দাদা সৌম্য মুখার্জি ব্রেন টিউমারের কারণে পরলোক গমন করেন। সেই সময় একেবারেই ভেঙে পড়েন তিনি। হতাশায়, অবসাদে লক্ষ্য পূরণের স্বপ্ন ত্যাগ করেন তিনি। 


ঠিক তখনই তার পাশে এসে দাঁড়ান তার স্ত্রী ও তার মা। তাদের সহযোগিতায় তিনি সমস্ত প্রতিকূলতা কাটিয়ে ফের নিজের স্বপ্নকে বাস্তবে পূরণ করার লক্ষ্যে এগিয়ে চলেন। তবে এবার আর বডিবিল্ডিং নয়, তার বদলে তিনি লক্ষ্য হিসাবে বেছে নেন ‘স্ট্রেন্থ লিফটিং’কে।


 ২০২১ সালে ‘স্ট্রেন্থ লিফটিং’য়ে তিনি জাতীয় স্তরে দ্বিতীয় স্থান লাভ করেন। তবে এই বছর তার লক্ষ্য সোনা। জাতীয় স্তরে সোনা জয় করে আন্তর্জাতিক স্তরে ভারতের হয়ে খেলার স্বপ্ন দেখছেন তিনি।