New Update
/anm-bengali/media/post_banners/53PVFf7YaGSQDdNGaUAw.jpg)
নিজস্ব প্রতিনিধি - সোমবার বিমানবন্দরের এক কর্মকর্তা জানিয়েছেন, নেপালে উদ্ধারকর্মীরা এখনো পর্যন্ত ২২ জনকে বহনকারী সেই ছোট বিমানের দুর্ঘটনাস্থল থেকে ১৪ জনের মৃতদেহ উদ্ধার করেছে, যা একটি প্রত্যন্ত অঞ্চলে পড়েছিল।"অন্যদের অনুসন্ধান অব্যাহত রয়েছে", নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র টেক রাজ সিতৌলা একথা বলেছেন। "কিছু যাত্রীর মৃতদেহ চেনার বাইরে। পুলিশ অবশিষ্টাংশ সংগ্রহ করছে" কর্মকর্তারা বরাত দিয়ে জানিয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us