New Update
/anm-bengali/media/post_banners/lFDjdsliDxCQeEGBFDm2.jpg)
​নিজস্ব সংবাদদাতা : রাজ্যসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করলো বিজেপি। কর্ণাটক থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন নির্মলা সীতারমন ও জাগ্গেশ। মহারাষ্ট্র থেকে লড়বেন পীযূষ গোয়েল, অনিল সুখদেবরাও বন্দে। মধ্যপ্রদেশ থেকে বিজেপি প্রার্থী করেছে কবিতা পতিদারকে। রাজস্থানে লড়বেন ঘনশ্যাম তিওয়াড়ি। উত্তর প্রদেশে লক্ষীকান্ত বাজপেয়ী, রাধামোহন আগারওয়াল, সুরেন্দ্র সিং নগর, বাবুরাম নিষাদ, দর্শনা সিং, সঙ্গীতা যাদব লড়াই করবেন। উত্তরাখণ্ডের প্রার্থী কল্পনা সৈনি। বিহারের প্রার্থী সতীশ চন্দ্র দুবে, শম্ভু শরণ প্যাটেল। হরিয়ানার প্রার্থী কৃষ্ণলাল পানওয়ার।
​
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us