খড়গপুরের বাড়িতে ফিরল জওয়ানের কফিন বন্দি দেহ

author-image
Harmeet
New Update
খড়গপুরের বাড়িতে ফিরল জওয়ানের কফিন বন্দি দেহ

দিগ্বিজয় মাহালিঃ খড়গপুরের বাড়িতে পৌঁছাল জওয়ানের কফিন বন্দি দেহ। রবিবার সকালে লাদাখে মৃত জওয়ানের দেহ পৌঁছায় কলকাতা বিমানবন্দরে। ইতিমধ্যেই শোকের ছায়া নেমে এসেছে খড়গপুর জুড়ে।