New Update
/anm-bengali/media/post_banners/iVqLwWIc7pIhMB49IzY4.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে রবিবার বাঘের হানায় প্রাণ গেল এক মৎস্যজীবীর। রবিবার ৪ জন মৎস্যজিবী বলখালির কাছে কাঁকড়া ধড়তে যান। সেই সময়েই পেছন থেকে এক মৎস্যজীবীর ওপর ঝাপিয়ে পড়ে বাঘ। বাকিরা বাঘের হাত থেকে তাকে উদ্ধার করতে সক্ষম হলেও ঘটনা স্থলেই মৃত্যু হয় তার। মৃত মৎস্যজীবীর নাম সন্ন্যাসী মন্ডল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us