নিজস্ব সংবাদদাতাঃ জ্যোতিষ শাস্ত্রে বর্ণিত রয়েছে, যা ঠিক ভাবে পালন করতে পারলে খুব উপকার পাওয়া যায়। দেখে নেব আটা ব্যবহারের কিছু উপায়।
• আটার মধ্যে সরষের তেল মিশিয়ে বা রুটি তৈরি করার পর অল্প সরষের তেল মাখিয়ে যদি গরুকে খাওয়ানো হয়, তা হলে বৃহস্পতি গ্রহ শুভ অবস্থানে থাকে এবং এর ফলে আর্থিক উন্নতি ভাল হয়। আটার মধ্যে সরষের তেল ছাড়া গুড়, হলুদ এবং ছোলার ডাল মিশিয়ে খাওয়ালেও বৃহস্পতিকে তুষ্ট রাখা যায়।
• কিছুটা ছোলার ডাল, ৭টি তুলসী পাতা এবং জাফরান আটার সঙ্গে মিশিয়ে রুটি তৈরি করে পরিবারের সকল সদস্য যদি খান, তা হলে পারিবারিক শান্তি বজায় থাকে এবং সকলের মধ্যে মিলমিশ ভাল হয়।