জন বারলা মন্ত্রী হওয়ার পর থেকেই চা বলয়ে বিজেপির ধস

author-image
New Update
জন বারলা মন্ত্রী হওয়ার পর থেকেই চা বলয়ে বিজেপির ধস

সুদীপ ব্যানার্জী,আলিপুরদুয়ার:সাংসদ জন বারলা মন্ত্রী হওয়ার পর থেকেই চা বলয়ে বিজেপির ধস। শুক্রবার সন্ধ্যায় আলিপুরদুয়ারের কালচিনি ব্লকে ৪০০ জন বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করে। কালচিনি ব্লকের মালংগি গ্রাম পঞ্চায়েতের প্রচুর বিজেপি কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করে।  গেরুয়া শিবির আদিবাসী অধ্যুষিত এলাকায় ক্ষমতা এলেও প্রতিদিনই আদিবাসী সম্প্রদায়ের মানুষ ধীরে ধীরে তৃণমূল শিবিরে নাম লেখাচ্ছে। অন্যদিকে আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মৃদুল গোস্বামীর মতে, আদিবাসী সমাজ সাংসদ জন বারলাকে প্রত্যাখ্যান করেছে। তিনি আরও বলেন, "জন বারলা বিভিন্ন সময় সাধারণ মানুষের বাড়ি পুড়িয়েছে,থানা পুড়িয়েছে এমনকি নির্বাচনের পর উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবি উঠিয়েছেন, সেই সাংসদ জন বারলাকে বিজেপি পদোন্নতি দিয়ে মন্ত্রী করেছে। এটাতে স্পষ্ট সাংসদ জন বারলার মুখ দিয়ে  বিজেপিই এই বিচ্ছিন্নতার কথা বলিয়েছে। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা বেঁচে থাকতে বাংলা ভাগ হতে দেব না।"