ট্রাক হাইজ্যাক চক্রের ঘটনায় গ্রেফতার ৫ দুষ্কৃতি

author-image
Harmeet
New Update
ট্রাক হাইজ্যাক চক্রের ঘটনায় গ্রেফতার ৫ দুষ্কৃতি

রাহুল পাসোয়ান, আসানসোলঃ গত ২৫ তারিখ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উত্তর থানা এলাকা থেকে আসা একটি লোহার রড বোঝাই ট্রাক হাইজ্যাক করে কিছু ব্যক্তি। উত্তর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ২৬ তারিখ রাত ১২ টার পর অণ্ডালের একটি গোডাউন থেকে হাইজ্যাক করা লোহার রড বোঝাই ট্রাকটি উদ্ধার করে। এবং লোহার রড বোঝাই ট্রাক হাইজ্যাকের ঘটনায় অভিযুক্ত ৫ দুষ্কৃতিকে গ্রেফতার করল আসানসোল উত্তর থানার পুলিশ। আজ অর্থাৎ শুক্রবার অভিযুক্তদের আসানসোল আদালতে পেশ করা হবে। এই ঘটনায় আসানসোল উত্তর থানার পুলিশ অফিসার কুলদীপ বলেন,  "দুষ্কৃতীদেরকে ১৪ দিন রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে। এবং এই চুরির সঙ্গে আর কে বা কারা যুক্ত তাদের খুঁজে বের করা হবে।"