নিজস্ব সংবাদদাতা, ডেবরাঃ প্যাকেট বানানোর সময় উদ্ধার হেরোইন। গ্রেফতার দুই যুবক। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের পশ্চিম বেগুনি এলাকায়। গতকাল রাতে পশ্চিম বেগুনি এলাকার বাসিন্দা সুদীপ্ত বেরার বাড়ীতে হেরোইনের প্যাকেটিং চলছিল। সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে ডেবরা থানার পুলিশ হানা দেয় ৷ উদ্ধার হয় ৭ গ্রাম হিরোইন। এই ঘটনায় সুদীপ্ত বেরা ও আলিশাহাগড় এলাকার বাসিন্দা মানিক আলিকে গ্রেফতার করে ডেবরা থানার পুলিশ। ধৃতদের আজ অর্থাৎ বৃহস্পতিবার মেদিনীপুর আদালতে তোলা হবে এমনটাই পুলিশ সূত্রে খবর