টুইটারের বোর্ড অফ ডিরেক্টরস থেকে পদত্যাগ করলেন জ্যাক ডরসি

author-image
Harmeet
New Update
টুইটারের বোর্ড অফ ডিরেক্টরস থেকে পদত্যাগ করলেন জ্যাক ডরসি

নিজস্ব সংবাদদাতাঃ প্রাক্তন সিইও জ্যাক ডরসি বুধবার টুইটারের বোর্ড অফ ডিরেক্টরস থেকে পদত্যাগ করেছেন। ডরসি ইতিমধ্যে  এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে নিজেকে দূরে রাখতে শুরু করেছেন। গত বছরের শেষের দিকে টুইটারের সিইও পদ ছেড়ে দেন তিনি। ডরসির স্থলাভিষিক্ত হন ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগরওয়াল। যিনি আগে কোম্পানির সিটিও ছিলেন। ডরসি স্পষ্টভাবে কয়েকবার জানিয়েছেন যে তিনি আর কখনও টুইটারের সিইও হবেন না। ডরসি এখন পেমেন্ট প্ল্যাটফর্ম ব্লক চালাচ্ছেন। যদিও টেসলা সিইও ইলন মাস্ক টুইটার অধিগ্রহণ করলে তাঁর আবারও পদে ফেরার সম্ভাবনা ছিল। তবে এখন ভুয়ো অ্যাকাউন্ট বিতর্কে মাস্কের টুইটার অধিগ্রহণ ঝুলে রয়েছে। বুধবারের শেয়ার হোল্ডারদের সভায় টুইটারের বোর্ড সদস্য এবং মাস্কের সহযোগী এগন ডারবানকে ক্ষমতাচ্যুত করার পক্ষে ভোট পড়েছে। ডারবান হলেন প্রাইভেট ইক্যুইটি ফার্ম সিলভার লেকের সিইও।