তবে কি এবার জয় পাবে আরসিবি

author-image
Harmeet
New Update
তবে কি এবার জয় পাবে আরসিবি

বুধবার লখনউকে হারিয়ে এবার জয়ের লক্ষ্যে এগোচ্ছে আরসিবি। প্রথমে ব্যাট ধরে আরসিবি করে ২০৭ রান। লখনউ পরে ব্যাট ধরে ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৯৩ রান করে। ১৪ রানে জয় পেল আরসিবি। পরের ম্যাচে প্রতিপক্ষ রাজস্থান রয়ালস। এখন দেখার প্রথম বারের মত আইপিএল কি জিততে পারবে আরসিবি।