কুল-চা জুটির কামাল দেখতে মুখিয়ে ভারতীয় ক্রিকেটাররা

author-image
Harmeet
New Update
কুল-চা জুটির কামাল দেখতে মুখিয়ে ভারতীয় ক্রিকেটাররা

​নিজস্ব সংবাদদাতা ঃ আসন্ন শ্রীলঙ্কা সফরের দিকে তাকিয়ে রয়েছে ক্রিকেটমহলের একাংশ। এই বছরের শেষে টি-২০ বিশ্বকাপের আগে, ভারত সম্ভবত শেষ সীমিত ওভারের সিরিজ খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধেই। একঝাঁক তরুণ তুর্কিদের মধ্যে কারা নিজেকে প্রমাণ করার সুযোগ পাবে, সেদিকে যেমন নজর থাকবে তেমনই নজর থাকবে ভারতের সুপারহিট কুল-চা জুটি (কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল) কেমন পারফর্ম করে সেদিকেও। ভারতের প্রাক্তন ব্যাটসম্যান ভিভিএস লক্ষণ ও অলরাউন্ডার ইরফান পাঠানও  ২২ গজে ফের কুলদীপ ও চাহালের স্পিনের জাদু দেখার অপেক্ষায় রয়েছেন।