নিজস্ব সংবাদদাতা:সন্ধ্যায় ইডেন গার্ডেনসে আইপিএলের প্লে-অফের প্রথম ম্যাচের ঘণ্টাছয়েক আগে বৃষ্টি নামল কলকাতায়। তার জেরে আইপিএলের প্রথম কোয়ালিফায়ারের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন ক্রিকেটপ্রেমীরা। তবে সিএবির আশ্বাস, ইডেনের যা নিকাশি ব্যবস্থা, তাতে ম্যাচ হবে।মঙ্গলবার সকালে কলকাতার একাংশ মেঘাচ্ছন্ন ছিল। বেলা বাড়তে রোদের দেখা মেলে। অবশ্য দুপুর একটা নাগাদ বৃষ্টি নামে কলকাতার একাংশে। কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়। আবার ঝিরঝিরে বৃষ্টি হয়েছে কোথাও কোথাও। ময়দান, ধর্মতলা, পার্ক স্ট্রিট চত্বরে ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে।