নিজস্ব সংবাদদাতা: ইডেনে আইপিএল ম্যাচ রয়েছে আগামী ২৪ ও ২৫ মে, মঙ্গল এবং বুধবার। ম্যাচ শেষ হতে হতে রাত গড়াবে। দর্শকদের সুবিধার্থে মেট্রো রেল কর্তৃপক্ষ ওই দু’দিন গভীর রাতে এক জোড়া বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। ম্যাচ দেখে ফেরা দর্শকদের সুবিধার্থে ওই দু’দিন দু’টি করে অতিরিক্ত লোকাল ট্রেন চালাবে পূর্ব রেলও। সোমবার মেট্রো এবং পূর্ব রেল এ কথা জানিয়েছে।