নিজস্ব সংবাদদাতা : ভারতীয় নৌবাহিনীর বৃহত্তম ট্রুপ ক্যারিয়ার আইএনএস জলাশওয়া গুজরাটের উপকূলে কচ্ছ উপসাগরে যৌথ উভচর মহড়া চালিয়েছে যার মধ্যে বিমান বাহিনী এবং ভারতীয় সেনা উপাদান রয়েছে। সোমবার এমনটাই জানালেন ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তারা। তাদর কথায়, আইএনএস জলশ্বের মোতায়েন ভারতের সামুদ্রিক স্বার্থ রক্ষা এবং জাতীয় নিরাপত্তা বাড়াতে উপকূলরেখা এবং ভারত মহাসাগর অঞ্চল জুড়ে যুদ্ধজাহাজ পরিচালনার নৌবাহিনীর ক্রস-কোস্ট মোতায়েন দর্শনের উদাহরণ দেয়।