রাহুল পাসওয়ানঃ সালানপুর ব্লকের বাস্কেটিয়া ,সিধাবড়ী ,বাথানবাড়ি এলাকায় রমরমিয়ে চলছে বেআইনি ভাবে সাদা কৌয়াচ পাথরের কারবার। মাইথন জলাধারের আশেপাশে সিধাবাড়ি ও বাথানবাড়ি ۔বাস্কেটিয়া প্ৰভৃতি এলাকায় মাটি খুঁড়ে এই সাদাপাথর বার করে জায়গায় জায়গায় জোগাড় করে রাখা হয় তার পর সেগুলি ট্র্যাক্টর বা ডাম্পারে ও ট্রাকে করে কারখানা ও পার্শবর্তী রাজ্য ঝাড়খণ্ডে পাচার হয়ে যায়।কার মদতে এই ভাবে এই সাদা কৌয়াচ পাথর অবৈধ ভাবে পাচার হচ্ছে তাই সাধারণ মানুষের প্ৰশ্ন। সালানপুর থানা কী এইভাবে অবৈধ সাদা কৌয়াচ পাথরের রমরোমিয়ে কারবারের কথা জানেন না !নাকি জেনেও চুপ ! কারণ দিনের আলোয় সিধাবাড়ি ,বাথানবাড়ি ,বাস্কেটিয়া প্ৰভৃতি এলাকায় এই সাদা কৌয়াচ পাথর জড়ো করে রাখা আছে সাথে বড় গাড়ি তে এই বেআইনি সাদা কৌয়াচ পাথর লোড করার জন্য বাসের ওঠানামার জন্য সিঁড়ি এই সব ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায়।একই সাথে দিনের আলোয় ট্রাক্টর করে এই সাদা কৌয়াচ পাথর পাচারের ছবি ধরা পড়েছে !তবে সালানপুর থানার রুপনারায়ন ফাঁড়ির পুলিশের অভিযান চালিয়ে শুক্রুবার সন্ধ্যায় একটি সাদা কৌয়াচ পাথর বোঝাই ডাম্পার কে আটক করে রুপনারায়ন পুর ফাঁড়িতে আনা হয় আটক করা হয় পাথরবোঝাই ডাম্পারের চালক কে !এই দিকে সাধারণ মানুষের অভিযোগ যে সরকারি রেভিনিউ ফাঁকি দিয়ে মাটি কেটে মাটির নিচের থেকে তুলে নেয়া হচ্ছে এই সাদা কৌয়াচ পাথর এবং প্ৰতিদিনে ৭-৮ গাড়ি করে অবৈধ ভাবে পাচার হচ্ছে এই সাদা কৌয়াচ পাথর।তবে প্ৰশ্ন এলাকায় এই অবৈধ ভাবে সাদা কৌয়াচ পাথরের যে ব্যবসা চলছে সরকারি রেভিনিউ কে ফাঁকি দিয়ে। এখন তা নিয়ে পুলিশ প্ৰশাসন কী পদক্ষেপ নেই সেটাই এখন দেখার।