সাঁকরাইলের রোহিনী এলাকায় ডাম্পারের ধাক্কায় তিন যুবক আহত, ঘটনাস্থলে পুলিশ

author-image
Harmeet
New Update
সাঁকরাইলের রোহিনী এলাকায় ডাম্পারের ধাক্কায় তিন যুবক আহত, ঘটনাস্থলে পুলিশ

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ সাঁকরাইলের রোহিনী এলাকায় ডাম্পারের ধাক্কায় তিন যুবক আহত হয়েছে। শনিবার বিকালে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রোহিনী এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৩ যুবক স্কুটিতে করে রোহিনীর দিক থেকে কুলটিকরীর দিকে যাচ্ছিল। সেই সময় কুলটিকরীর দিক থেকে রগড়ার দিকে যাওয়া একটি ডাম্পারের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষের ফলে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। যার ফলে একই স্কুটিতে থাকা ৩ যুবক ডাম্পারের ধাক্কায় ছিটকে পড়ে মাটিতে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় সাঁকরাইল থানার পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় ওই ৩ যুবককে উদ্ধার করে সাঁকরাইল থানার ওসি খন্দকার সইফুদ্দিন আহমেদ নিজের গাড়িতে করে ভাঙ্গাগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন। সেই সঙ্গে আহত ৩ যুবকের চিকিৎসার জন্য তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। গুরুতর আহত তিন যুবকের বাড়ি খড়গপুর এলাকায় বলে জানা গিয়েছে। তারা সাঁকরাইল ব্লকের রোহিনীতে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিল। ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে এবং ডাম্পারটিকে আটক করেছে। তবে ডাম্পারের চালক পলাতক বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশ পলাতক ডাম্পারের চালকের সন্ধানে তল্লাশি শুরু করেছে। পুলিশের পক্ষ থেকে আহত যুবকদের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।