/anm-bengali/media/post_banners/lcB22sUlbnTkTrvavRnU.jpg)
দিগ্বিজয় মাহালিঃ নয়াগ্রাম ব্লকের নিমাই নগরে বিদ্যুৎপৃষ্ট হয়ে মলয় কর (২২) নামে এক যুবকের মৃত্যু হয়। শুক্রবার সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ের পরে নিমাই নগর এলাকার বাসিন্দা মলয় কর তার নিজের বাড়িতে বিদ্যুৎ লাইনের কাজ করার সময় আচকমা বিদ্যুৎ চলে আসায় মর্মান্তিক ঘটনাটি ঘটে। যার ফলে সে বিদ্যুৎপৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে । ঘটনা স্থলে মৃত্যু হয় ওই যুবকের। যার ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মলয় বাবা-মায়ের একমাত্র সন্তান ছিল। তাই বিদ্যুৎপৃষ্ট হয়ে মলয়ের মৃত্যুতে তার বাবা-মা সহ পরিবারের সকল সদস্য কান্নায় ভেঙে পড়েন। নয়া গ্রাম থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা হাসপাতালে পাঠায় । সেই সঙ্গে ঠিক কি কারণে ওই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখার জন্য নয়াগ্রাম থানার পুলিশ তদন্ত শুরু করেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us