নিজস্ব সংবাদদাতাঃ ২০২১ সালে নির্বাচন হওয়া পাঁচটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিরোধী নেতারা গত এক বছরে তাদের কর্মক্ষমতা দিয়ে জনগণকে প্রভাবিত করতে ব্যর্থ হয়েছে। সি-ভোটারের করা সমীক্ষাতে এই তথ্যই উঠে এসেছে। অসম, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং কেরালা এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ২০২১ সালে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। হিমন্ত বিশ্ব শর্মা অসমের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন। সমীক্ষায় দেখা গিয়েছে যে বেশিরভাগ জনগণ তাঁর কাজে সন্তুষ্ট। সমীক্ষা অনুসারে, রাজ্যের ৩৬.৩৫ শতাংশ মানুষ বিরোধী নেতা দেবব্রত সাইকিয়ার পারফরম্যান্সে সন্তুষ্ট নন এবং ১৯.৭৩ শতাংশ কিছুটা হলেও খুশি। উত্তরদাতাদের মধ্যে মাত্র ১৩.৩৬ শতাংশ বিরোধীদের কাজে খুবই সন্তুষ্ট। প্রতিবেশী পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রতি মোটেও সন্তুষ্ট নন ৪২.৫৫ শতাংশ মানুষ। মাত্র ১৬.৩৭ শতাংশ মানুষ খুবই সন্তুষ্ট। যেখানে ৩৫.৯৭ শতাংশ কিছুটা হলেও সন্তুষ্ট। একুশের নির্বাচনে হাই-ভোল্টেজ নন্দীগ্রাম আসন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন শুভেন্দু। কেরালায় যদিও বিরোধী নেতা ভি.ডি. সতীসান তুলনামূলক ভাল অবস্থানে রয়েছেন। সতীসানের কাজে ২৩.৫৩ শতাংশ মানুষ সন্তুষ্ট নয়। যখন ৩৯.১২ শতাংশ মানুষ কিছুটা সন্তুষ্ট। মোট ২০.৯৩ শতাংশ মানুষ অত্যন্ত সন্তুষ্ট।তামিলনাড়ুতে ৩৫.২৮ শতাংশ মানুষ বিরোধী নেতা এডাপ্পাদি কে. পালানিস্বামীর প্রতি অসন্তুষ্ট, যেখানে ৪১.৭১ শতাংশ মানুষ কিছুটা হলেও সন্তুষ্ট। মোট ১০.৬৭ শতাংশ মানুষ অত্যন্ত সন্তুষ্ট। পুদুচেরি একমাত্র কেন্দ্রশাসিত অঞ্চল, যেখানে বেশিরভাগ লোকজন তাদের বিরোধী নেতা আর. শিবা সম্পর্কে কোনও খোঁজ রাখে না।