New Update
/anm-bengali/media/post_banners/vL3yYq0O12S9kDgyzrzv.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এক রোমহর্ষক ঘটনার সাক্ষী থাকল মহারাষ্ট্র। জানা গিয়েছে। চন্দ্রপুর জেলার চন্দ্রপুর-মুল সড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও শ্রমিকসহ ৯ জন নিহত হয়েছে। জানা গিয়েছে, মহারাষ্ট্রের চন্দ্রপুর শহরে একটি ডিজেল বোঝাই ট্যাঙ্কার এবং কাঠ বোঝাই একটি ট্রাকের মধ্যে সংঘর্ষের পর আগুন লেগে ৯ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে চন্দ্রপুর জেলার চন্দ্রপুর-মুল রোডে এ দুর্ঘটনা ঘটে। চন্দ্রপুরের সাব ডিভিশনাল পুলিশ অফিসার সুধীর নন্দনওয়ারকে বলেন, "চন্দ্রপুর শহরের কাছে অজয়পুরের কাছে কাঠের লগ পরিবহনকারী একটি ট্রাকের সঙ্গে ডিজেল বোঝাই একটি ট্যাংকারের সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরে, একটি আগুন ছড়িয়ে পড়ে, যার মধ্যে নয়জন ঘটনাস্থলেই পুড়ে মারা যায়।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us