নিজস্ব সংবাদদাতাঃ প্রাক বর্ষার বৃষ্টিতেই ভাসছে দেশের একাধিক প্রান্ত। একদিকে যেমন অসমে বন্যার সৃষ্টি হয়েছে, তেমনই লাগাতার বৃষ্টিতে ভাসছে কেরল, অরুণাচল প্রদেশ, মিজোরামের মতো একাধিক রাজ্য। এবার কেরলের জন্য কমলা সতর্কতা জারি করা হল আবহাওয়া দফতরের তরফে। কেন্দ্রীয় আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির জেরে ১২টি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। কাসারাগড়, কন্নুর, ওয়েনাড, কোঝিকোড়, মলপ্পুরম, পালাক্কড, ত্রিশূর, এর্নাকুলাম, ইদুক্কি, কোট্টায়াম, আলাপুজ়া ও পাথানিমিত্তায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। কেরল ছাড়াও লাক্ষাদ্বীপে আগামী পাঁচদিন ধরে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। তামিলনাড়ুর উত্তর অংশে একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে, তার জেরেই আশেপাশের রাজ্যগুলোতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত শুরু হয়েছে।