নিজস্ব সংবাদদাতাঃ কলকাতা থেকে চরবৃত্তির অভিযোগে ২ জনকে গ্রেফতার করল পাঞ্জাব পুলিশ। ধৃতদের মধ্যে একজন কলকাতার এন্টালি ও আরেকজন বিহারের মধুবনির বাসিন্দা। পাঞ্জাব পুলিশের দাবি, ওই দু’ জন পাক গুপ্তচর সংস্থা আইএসআই-কে গোপন তথ্য সরবরাহ করত। গোয়েন্দা সূত্রে দাবি, চিকিৎসার কারণ দেখিয়ে প্রায়ই লাহোরে নিজের শ্বশুরবাড়িতে যেত এক ধৃত জাফর রিয়াজ। সেখানেই এক পাক গোয়েন্দা আধিকারিকের সংস্পর্শে আসে জাফর। ভারতীয় গোয়েন্দা সূত্রে খবর, তার ফোন থেকে ভারতীয় সেনা ভবন, সাঁজোয়া গাড়ি ইত্যাদির ছবি পাওয়া গিয়েছে।