নিজস্ব সংবাদদাতাঃ শিক্ষক নিয়োগের দুর্নীতি মামলায় বুধবারই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআইয়ের মুখোমুখি হতে নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাই কোর্ট। রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পার্থর মন্ত্রিত্ব কেড়ে নেওয়ার আর্জিও জানায় আদালত। এমনকি, সিবিআই দফতরে সময়ে না পৌঁছলে রাজ্যের শিল্পমন্ত্রীকে সিবিআই হেফাজতে নিতে পারবে বলেও জানিয়ে দিয়েছিলেন হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপরই বুধবার সন্ধ্যায় সিবিআইয়ের মুখোমুখি হন পার্থ। শিক্ষক নিয়োগের দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে গেলেন পার্থ চট্টোপাধ্যায়, শুক্রবার হতে পারে ওই মামলার শুনানি।