নিজস্ব সংবাদদাতাঃ বর্তমানে জলের এমনই সঙ্কটে পড়েছেন দমদমের তিনটি পুরসভার একাধিক এলাকার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, দু’বেলা কিংবা তিন বেলা করে জল এলেও পরিমাণ পর্যাপ্ত নয়।সব মিলিয়ে জল নিয়ে সমস্যা তীব্র হয়েছে গরম পড়তেই। সমস্যার কথা কার্যত স্বীকারও করে নিয়েছেন তিন পুরসভার কর্তারা। তবে তাঁদের আশ্বাস, সমস্যা মেটানোর চেষ্টা হচ্ছে।দমদমের তিন পুর এলাকাতেই জলের একটি বড় অংশের জোগান আসে কামারহাটি জল প্রকল্প থেকে। কিন্তু বর্তমানে চাহিদার তুলনায় কম জল আসছে। সমস্যাও হচ্ছে সেই কারণেই। সরবরাহের পরিমাণ কমে যাওয়ায় আপাতত তিন পুরসভারই অন্যতম ভরসা ভূগর্ভের জল। অথচ, কোনও পুরসভারই কর্তারা চান না, মাটির নীচের জল ব্যবহার করতে। কেএমডিএ সূত্রের খবর, জলের চাহিদা বছরের এই সময়ে সর্বাধিক থাকে। অথচ, ফি-বছরই বর্ষার আগে এই সময়ে নদীতে জলের প্রবাহ কমে পলির পরিমাণ বাড়ে। মাথাপিছু জলের জোগান ঠিক থাকলেও চাহিদার তুলনায় তা অনেকটাই কম।