মিলনের পর মহিলাদের কানে কানে কী বলে থাকেন পুরুষরা?

যৌনতার মতো নিবিড় আবেগঘন মুহূর্ত কাটিয়ে ওঠার পর কতটা ভালবাসা মাখানো থাকে পরস্পরের সংলাপে? শারীরিক সম্পর্কের পর মহিলারা আরও বেশি রোমান্টিক হয়ে পড়েন বলে জানাচ্ছে সমীক্ষা।

author-image
New Update
love 8

নিজস্ব সংবাদদাতা: যৌনতার মতো নিবিড় আবেগঘন মুহূর্ত কাটিয়ে ওঠার পর কতটা ভালবাসা মাখানো থাকে পরস্পরের সংলাপে? শারীরিক সম্পর্কের পর মহিলারা আরও বেশি রোমান্টিক হয়ে পড়েন বলে জানাচ্ছে সমীক্ষা। সঙ্গীর প্রতি বিভিন্ন ভাবে ভালবাসা প্রকাশ করে থাকেন। শুধু প্রকাশই করেন না সঙ্গীর কাছ থেকে পরিবর্তে প্রশংসাসূচক এবং ভালবাসার কথাও শুনতে চান। কম যান না পুরুষরাও। তাঁরাও সঙ্গীকে বলে থাকেন ‘আমায় আলিঙ্গন করো’, ‘জীবনের অন্যতম সেরা মুহূর্ত কাটালাম’।