New Update
/anm-bengali/media/media_files/HaDT6v29Fs1zfUNrzUcz.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: সারা সপ্তাহ হেঁশেলে ঢোকার সময় পান না? এমনটা হলে ছুটির দিনে মাঝেমাঝে বাড়ির সকলের জন্য রকমারি রান্না করতেই হয়। মাঝে মাঝে না বুঝতে পেরে বেশি রান্না করে ফেলেন অনেকেই। তারপর বেঁচে যাওয়া খাবার নিয়ে কী করবেন সেটা ভেবেই আর কূল পান না। ধরুন রান্না করা বাটার চিকেন বেঁচে গিয়েছে। ফেলে দেবেন? না, রইল টিপস।
বাটার চিকেন পাস্তা বানিয়ে ফেলুন। পাস্তা সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে কড়াইয়ে অল্প মাখন এবং বাকি সব্জিগুলি দিয়ে নাড়াচাড়া করুন। বাটার চিকেন আর সেদ্ধ পাস্তা দিয়ে হালকা হাতে নেড়ে নেবেন এবার। রেডি দারুন এই পদ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us