নিজস্ব সংবাদদাতা: আধ্যাত্মিক মতে ভাগ্য নির্ভর করে রাশিফলের ওপর। সেইমত আজ মিথুন, কর্কট ও কন্যা রাশির জাতক ও জাতিকাদের সাবধান হতে হবে। জানুন এই ৩ রাশির আজকের রাশিফল-
মিথুন রাশি: আজ মিথুন রাশির জাতক ও জাতিকারা সাবধানে চললে দিনটি ভালো যাবে। প্রেমের বিষয়ে সাবধানে পদক্ষেপ নিলে জটিলতা কেটে যেতে পারে। সমস্যা সমাধানের জন্য অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেন। স্ত্রীর কাছে কথা রাখার চেষ্টা করুন। পেটের সমস্যা হতে পারে। ব্যয় বৃদ্ধি পেতে পারে। বাড়িতে অতিথি আসতে পারে। প্রতিবেশীদের সঙ্গে বিবাদ এড়িয়ে চলুন। নিজের বাসনা পূরণ হতে পারে। ঈশ্বরকে স্মরণ করুন।
কর্কট রাশি: আজ কর্কট রাশির জাতক ও জাতিকাদের উদ্বেগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তাই সাবধানে থাকতে হবে। সংসারের দায়িত্ব নেওয়ার আগে ভেবে নিন। সাবধানে কথা না বললে বাড়িতে কারও সঙ্গে মনোমালিন্য হতে পারে। পাওনা আদায় করতে গিয়ে নাজেহাল হতে হবে। আপনাকে কাউকে সাহায্য করতে হতে পারে। পেটের সমস্যা বাড়তে পারে। ব্যবসায় কর্মচারীর ওপর সাবধানে দায়িত্ব দিন। আধ্যাত্মিক স্থানে ভ্রমণ করতে পারেন।
কন্যা রাশি: কোনও ভালো জিনিসের ক্ষেত্রে সাবধান হন, নয়ত আপনার হাতে ভালো জিনিস নষ্ট হতে পারে। পরিশ্রমের ক্ষেত্রে সাবধানতা বজায় রাখুন। কোনও কাজের বিষয়ে ক্ষতির খবর আসতে পারে। ব্যবসায় ক্ষতি হতে পারে। বাড়িতে ভাল খবর আসতে পারে। বিবাদে না জড়ানোই শ্রেয় হবে। সাবধানে কথা বলুন নয়ত অশান্তি হতে পারে। ব্যবসায় বাড়তি বিনিয়োগের ক্ষেত্রে সাবধান হন। অধ্যাত্মিক আলোচনায় মনে শান্তি পাবেন।