/anm-bengali/media/media_files/68jEVFvenu0xWF52Esr6.jpg)
নিজস্ব সংবাদদাতা: আধ্যাত্মিক মতে ভাগ্য কেমন যাবে তা নির্ভর করে রাশিফলের ওপর। প্রত্যেক ব্যক্তির রাশি পূর্বেই বলে দিতে পারে কেমন যাবে তার ভাগ্য। সেইমত আজ বৃষ, বৃশ্চিক ও মীন রাশির জাতক ও জাতিকাদের ভাগ্য কেমন যাবে জেনে নিন-
বৃষ রাশি: আজ বৃষ রাশির জাতক ও জাতিকাদের ব্যবসা-ভাগ্য খুবই ভালো। ব্যবসায়ীদের প্রচুর অর্থ আসবে। সরকারি কর্মচারীদের জন্য শুভ দিন। তবে ব্যবসায়ী বা চাকরিজীবী উভয়কেই কর্মক্ষেত্রে কথার ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে। তা নাহলে ক্ষতি হতে পারে। উচ্চশিক্ষার জন্য ভাল দিন। ঋণ মকুব হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আজ আপনার বন্ধুরা আপনাকে ঠকাতে পারে। দাম্পত্য কলহ হতে পারে। মায়ের সঙ্গে বিবাদ হতে পারে। কোনও কাজ হাতছাড়া হতে পারে। বিপদের মধ্যে পড়তে পারেন। আধ্যাত্মিক আলোচনা অবশ্যই করুন।
বৃশ্চিক রাশি: আজ বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের অর্থ লাভ হবে। ব্যবসায়ীদের প্রচুর অর্থ আসতে চলেছে। তবে ব্যবসায় চাপ বাড়তে পারে। এছাড়াও আজ বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের দাম্পত্য জীবনে অশান্তির যোগ রয়েছে। বুদ্ধির ভুলের কারণে আপসোস করতে হতে পারে। মায়ের সঙ্গে বিবাদ ও তার ফলে মনঃকষ্ট হতে পারে। প্রেমের জন্য ভালো দিন। আপনার আঘাত লাগতে পারে। কর্মস্থলে খাটনি বাড়তে পারে। শারীরিক কষ্ট বৃদ্ধি পাবে। আধ্যাত্মিক স্থানে ভ্রমণ করতে পারেন।
মীন রাশি: আজ মীন রাশির জাতক ও জাতিকারা একটু সাবধানে চললে কর্মক্ষেত্রে অর্থলাভের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ হতে পারে। ব্যবসার ক্ষেত্রও আজ শুভ দিন। তবে আজ আপনার অতিরিক্ত পরিশ্রম হবে। একদিকে যেমন খরচ নিয়ে চিন্তা বাড়বে, তেমনই আবার মাত্রাছাড়া ব্যয় হতে পারে। একাধিক ব্যক্তির সঙ্গে বিভিন্ন সময় বিবাদ হতে পারে। কোনও বিপদ থেকে উদ্ধার পাবেন। প্রিয় মানুষের সঙ্গে বহুদিন বাদে যোগাযোগ হতে পারে। আজ একটু বুঝে কথা বলার চেষ্টা করবেন। শরীর অসুস্থ হতে পারে।