একাধিক যৌনসঙ্গী থাকা আদৌ কতটা স্বাস্থ্যকর?

শুধু সম্পর্ক নয়, শরীর ও মানসিক স্বাস্থ্যের উন্নতিতেও সমান ভাবে সাহায্য করে যৌনতা।

author-image
New Update
love 9

নিজস্ব সংবাদদাতা: শুধু সম্পর্ক নয়, শরীর ও মানসিক স্বাস্থ্যের উন্নতিতেও সমান ভাবে সাহায্য করে যৌনতা। ভিন্ন ভিন্ন সঙ্গীর সঙ্গে যৌন সঙ্গম হলে -

১) ঘুম ভাল হয়-গবেষণা বলছে, এমনিতেই যৌন মিলন ঘুমের উন্নতিতে সাহায্য করে। যৌন তৃপ্তি ভাল ঘুমের শেষ কথা।
২)কর্টিসল হরমোন হ্রাস পায়- অত্যন্ত মানসিক চাপ, উদ্বেগের সময় মূলত এই হরমোন ক্ষরিত হয়। গবেষণা বলছে, বিভিন্ন সঙ্গীর সঙ্গে তৈরি হওয়া যৌন উত্তেজনা কর্টিসল হরমোন ক্ষরণ হ্রাস করে।
৩)অক্সিটোসিনের ক্ষরণ বাড়ে-শরীরের উপকারী হরমোন নামেই পরিচিত হরমোন। কোনও বিষয়ে প্রচণ্ড তৃপ্ত হলে ক্ষরিত হয় এই হরমোন। শারীরিক ঘনিষ্ঠতাও এর ব্যতিক্রম নয়।