/anm-bengali/media/media_files/sZI1GOd2CncrK04CC07V.jpg)
নিজস্ব সংবাদদাতা: আজ মীন ও মিথুন রাশির জাতক ও জাতিকাদের ব্যবসা ভাগ্য খুবই ভালো। জানুন-
মীন রাশি: আজ মীন রাশির জাতক ও জাতিকাদের ব্যবসা ভাগ্য খুবই ভালো। আর্থিক সুবিধা পেতে পারেন। তবে ব্যবসার ক্ষেত্রে তর্ক আপনার জন্য ক্ষতি ডেকে আনতে পারে। পারিবারিক বিবাদ হতে পারে। সেবামূলক কাজে উন্নতি হবে। কাজে সাফল্য লাভ হবে। নিজের কাজ উদ্ধার করতে বিভিন্ন পদক্ষেপ নিতে পারেন।
মিথুন রাশি: আজ মিথুন রাশির জাতক ও জাতিকাদের ব্যবসার ক্ষেত্রে শুভ দিন। প্রচুর অর্থ আসতে পারে। চাকরির স্থানে অতিরিক্ত আয় হতে পারে। পেটের ব্যথা নিয়ে কষ্ট বাড়তে পারে। আজ আপনার খরচ বাড়তে পারে। বিবাদ এড়িয়ে চলুন। সামাজিক সুনাম পেতে পারেন। আজ আপনার কোনও বিপদ ঘটতে পারে।