/anm-bengali/media/media_files/RjEfsMNOzGseo95comzK.jpg)
নিজস্ব সংবাদদাতা: আজ মেষ রাশিতে ১২ বছর পর সূর্য, বুধ, গুরু ও রাহুর চতুগ্রহী যোগ তৈরি হবে। মীন রাশি থেকে বেরিয়ে মেষ রাশিতে প্রবেশ করছে শুক্র। এই যোগের ফলে চারটে রাশির আজ ভাগ্য খুলছে। সেই ৪টি রাশি হল-
মেষ রাশি- চাকরিতে নতুন সুযোগ পাওয়া পাবেন। লক্ষ্য অর্জনের জন্য যথাসাধ্য চেষ্টা করবেন। ব্যবসায়ী শ্রেণী ভাল লাভ পেতে পারেন।বাড়বে মুনাফা। প্রেমের সম্পর্ক আরও মজবুত হবে।
সিংহ রাশি- পরিবারে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসছে। আটকে থাকা কাজ দ্রুত শেষ হবে। কোনও বড় দায়িত্ব আপনার হাতে আসতে পারে।আর্থিক অবস্থা আমূল পালটে যাবে মিথুন রাশির জাতকদের। যাঁরা চাকরি করেন, তাঁদের জন্য এক সুবর্ণ সময় হতে চলেছে এটা।
ধনু রাশি- কর্মজীবনে অনেক ভাল সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। আয়ের একাধিক উৎস হতে চলেছে। যার ফলে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে। আচমকা হাতে টাকা আসতে পারে। যাঁরা অবিবাহিত, তাঁদের বিয়ে নিয়ে কথাবার্তা হতে পারে। বিনিয়োগ করলে চমৎকার ফল মিলবে।
মীন রাশি- অর্থ সংক্রান্ত সমস্যার অবসান ঘটাবে। কর্মজীবন একটি নতুন দিক পেতে পারে। প্রিয় মানুষ এবং পুরানো বন্ধুদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন।চাকরি করলে পদোন্নতি হবে। কথাবার্তার মাধুর্য বাড়বে, যাতে মুগ্ধ হবেন আপনার জীবনসঙ্গী।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us