সাবধান! গ্রীষ্মের দুপুরে করবেন না শারীরিক মিলন

গ্রীষ্মে ভিটামিন ডি বেশি পাওয়া যায়। ফলে সেরোটোনিন হরমোনের ক্ষরণও এই সময় অনেক বেশি হয়। এই হরমোন যৌন চাহিদা বাড়িয়ে দিতে পারে। তবে তাপপ্রবাহ চলাকালীন এই যৌনমিলনের ক্ষেত্রে সজাগ থাকা জরুরি। গ্রীষ্মকালে দুপুরে শারীরিক মিলন এড়িয়ে যাওয়ার কথা বলছেন চিকিৎসকরা। দুপুরে সূর্যের তাপ সবচেয়ে বেশি থাকে।

author-image
New Update
summer love

নিজস্ব সংবাদদাতা: গ্রীষ্মে ভিটামিন ডি বেশি পাওয়া যায়। ফলে সেরোটোনিন হরমোনের ক্ষরণও এই সময় অনেক বেশি হয়। এই হরমোন যৌন চাহিদা বাড়িয়ে দিতে পারে। তবে তাপপ্রবাহ চলাকালীন এই যৌনমিলনের ক্ষেত্রে সজাগ থাকা জরুরি। গ্রীষ্মকালে দুপুরে শারীরিক মিলন এড়িয়ে যাওয়ার কথা বলছেন চিকিৎসকরা। দুপুরে সূর্যের তাপ সবচেয়ে বেশি থাকে। এই তাপ শরীরকেও ভিতর থেকে অত্যধিক তপ্ত করে তোলে। সেই মুহূর্তে সঙ্গম করলে সেই উষ্ণতার পারদ চড়ে আরও। হৃদ্‌স্পন্দনের হার বেড়ে যায়। তাতেই বাড়ে হিট স্ট্রোকের ঝুঁকি।