ব্রেকিং নিউজ

নিজস্ব সংবাদদাতাঃ কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে লোকসভা থেকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। রাহুল গান্ধীকে অযোগ্য ঘোষণার পর দেশজুড়ে প্রতিবাদে নেমেছে যুব কংগ্রেসের কর্মীরা। কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে লোকসভা থেকে অযোগ্য ঘোষণার প্রতিবাদে  রবিবাসরীয় রাতে বেঙ্গালুরুতে 'মশাল মিছিল' করল যুব কংগ্রেস কর্মীরা। ঘটনাস্থলে উপস্থিত রয়েছে পুলিশ। পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। 

নিজস্ব সংবাদদাতাঃ কলকাতা বিমানবন্দর থেকে রৌপ্য-প্রলেপযুক্ত সোনার তার উদ্ধার করল কলকাতা কাস্টমস। কাস্টমস সূত্রে খবর, স্পাইসজেটের একটি ফ্লাইটে ব্যাংকক থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে ট্রলি ব্যাগের হ্যান্ডেলে লুকানো ২৭.৫১ লক্ষ টাকা মূল্যের রৌপ্য-প্রলেপযুক্ত সোনার তার উদ্ধার করা হয়েছে। ঘটনার আরও তদন্ত চলছে বলে জানিয়েছে কাস্টমস আধিকারিকরা। 

নিজস্ব সংবাদদাতাঃ কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাসে রবিবার পালন করা হল বাংলাদেশের ৫২তম স্বাধীনতা ও জাতীয় দিবস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার আন্দালিব ইলিয়াস সহ উপ-দূতাবাসের কর্মী ও বিশিষ্ট অতিথিরা। এই প্রসঙ্গে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার আন্দালিব ইলিয়াস বলেন, "আজকের দিনটা আমাদের কাছে অন্যতম আবেগ ও সাফল্যের দিন। ৫২ বছর আগে আজকের দিন ভোরবেলায় দেশের জনক শেখ মুজিবর রহমান আমাদের স্বাধীনতার কথা ঘোষণা করেছিলেন।"

নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ার শহরের কেন্দ্রস্থলে রবিবার একটি ড্রোন বিস্ফোরণে দুইজন আহত ও তিনটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। আইন প্রয়োগকারী সংস্থার একটি সূত্র জানিয়েছে, "তুলা অঞ্চলে বিস্ফোরণের কারণ ছিল একটি কৌশলগত নজরদারি বিহীন বিমান (ইউএভি)।" মস্কো থেকে প্রায় ২২০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত কিরিয়েভস্কের কেন্দ্রস্থলে বিস্ফোরণটি ঘটে। 

নিজস্ব সংবাদদাতাঃ রবিবার সন্ধ্যায় বড় দুর্ঘটনা ঘটল দিল্লিতে। দিল্লি-শাহরানপুর মহাসড়কের এক নির্মীয়মাণ বাড়ির পাশে রাখা একটি ক্রেন উল্টে পড়ে। ক্রেনটি রাস্তায় চলাচল করা ও দাঁড়িয়ে থাকা কয়েকটি গাড়ি ও অটোর ওপর পড়ে যায়। উত্তর পূর্ব দিল্লির পুস্তা কার্তার নগরের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। এখনও পর্যন্ত বেশ কয়েক জনের আহত হওয়ার খবর মিলেছে।

কলকাতা

জেনারেল