14/05/2022 16:32:21 PM Mousumi Mondal 111
নিজস্ব সংবাদদাতাঃ কিছুক্ষণ আগেই জানা গিয়েছিল পৃথ্বী শাউ দিল্লির হয়ে আর খেলতে পারবেন না। তিনি গুরুতর অসুস্থ। কিন্তু সঠিকভাবে জানানো হয়নি তার কী হয়েছিল। এখন জানা গিয়েছে তার টাইফয়েড জাতীয় এক রোগ হয়েছিল। এইসব কিছু জল্পনাকে উড়িয়ে তিনি জানান, পরের ম্যাচ থেকে তিনি খেলতে পারবেন।