14/05/2022 16:24:31 PM Mousumi Mondal 126
নিজস্ব সংবাদদাতাঃ পাঞ্জাব ব্যাঙ্গালোরকে গতকাল হারিয়েছে। আর অপরদিকে দিনের পর সিং রান শূন্যতায় ভুগছেন বিরাট কোহলি। সাজঘরে আসার পর পাঞ্জাবের পক্ষ থেকে বিরাটের উদ্দেশ্যে বলা হয়, "এমনকি আমরাও তোমার দুর্ভাগ্যকে উপভোগ করেছি। আশা করছি খুব তাড়াতাড়ি তোমার ভাগ্য ফিরবে।"