14/05/2022 15:34:52 PM Mousumi Mondal 83
নিজস্ব সংবাদদাতাঃ পাঞ্জাব ও ব্যঙ্গালোরের খেলায় ১০২ মিটারের একটি ছক্কা মারেন রজত পাতিদার। এই মার দেখে নিজে ভয় পেয়ে গিয়েছিলেন বিরাট কোহলি। তাঁর মারা বল এসে সজোরে লাগে এক বৃদ্ধের কপালে। বড় কোনও দুর্ঘটনা না ঘটলেও আহত হন সেই বৃদ্ধ দর্শক।