14/05/2022 06:10:33 AM Ankita Acharjee 135
নিজস্ব প্রতিনিধি -শুক্রবার উত্তর কোরিয়া জানিয়েছে যে সেখানে ২১ জনের কোভিডে মৃত্যু হয়েছে।এবং সেই সঙ্গে ১৭৪,৪৪০ জনের নতুন জ্বরের উপসর্গ পাওয়া গেছে।দেশটিতে প্রায় বেশিরভাগ জনসংখ্যাই কোভিড টিকাবিহীন অবস্থায় রয়েছে। ইতিমধ্যেই দেশটি কোভিডের বিস্তারকে ধীর করার জন্য লড়াই করছে।সেখানে প্রথম কোভিড সংক্রমণ নিশ্চিত করার পর বৃহস্পতিবার দেশব্যাপী লকডাউন আরোপ করা হয়েছে।