14/05/2022 02:10:46 AM Ankita Acharjee 351
নিজস্ব প্রতিনিধি -শুক্রবার একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে,পশ্চিম হেরাত প্রদেশে তালিবান একটি লিঙ্গ বিচ্ছিন্নকরণ পরিকল্পনা বাস্তবায়ন করেছে।সূত্রের খবর অনুযায়ী,হেরাত প্রদেশে পুরুষদের পারিবারিক রেস্তোরাঁয় পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খাওয়ার ওপরে নিষেধাজ্ঞা জারি করেছে।এক মন্ত্রনালয়ের বিধি অনুযায়ী এমনকি তারা স্বামী-স্ত্রী হলেও তার অনুমতি নেই।একজন আফগান মহিলা প্রকাশ করেছেন যে হেরাতের একটি রেস্তোরাঁর ম্যানেজার তাকে তার স্বামীর থেকে আলাদাভাবে বসতে বলেছিলেন।