13/05/2022 22:13:56 PM Ankita Acharjee 160
নিজস্ব প্রতিনিধি -আজ সন্ধ্যায় দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে আগুন লাগায় একটি ত্রিতল বাণিজ্যিক ভবনের ভিতরে কিছু লোক আটকে পড়েছে। ইতিমধ্যেই ১ মহিলার মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।আউটার ডিস্ট্রিক্টের ডিসিপি সমীর শর্মা একথা জানিয়েছেন। ঘটনাস্থলে প্রায় ১৫টি দমকল সেখানে উপস্থিত হয়েছে এবং দমকলকর্মীরা উদ্ধার অভিযানে অব্যাহত রয়েছে।নিহত নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি।সেই এলাকা ঘেরাও করে পুলিশ মোতায়েন করা হয়েছে।প্রায় ৫০-৬০ জনকে উদ্ধার করা হয়েছে বলে সুত্রের খবর।