13/05/2022 15:47:44 PM Aniket 417
নিজস্ব সংবাদদাতাঃ মাহিন্দা রাজাপাক্সার পদত্যাগের পর অর্থনৈতিক সংকটের মধ্যে সদ্য শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসাবে দ্বায়িত্ব গ্রহণ করেছেন রনিল বিক্রমাসিংহে। তারপরেই শুক্রবার কলম্বোতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভারতীয় রাষ্ট্রদূত গোপাল বাগলেয়ের সঙ্গে সাক্ষাৎ করলেন রনিল বিক্রমাসিংহে।
বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে শ্রীলঙ্কাকে অর্থনৈতিক সংকটের পরিস্থিতিতে আর্থিক সহায়তা দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন। তার শাসনকালে ভারত ও শ্রীলঙ্কার অন্তর্বর্তী সম্পর্ক আরও মজবুত হবে বলে জানিয়েছেন শ্রীলঙ্কার নয়া প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।