নিজস্ব সংবাদদাতাঃ নিউ ইয়র্কে ছুটি কাটাচ্ছেন ক্যাটরিনা ও ভিকি। সেখানে প্রিয়াঙ্কা চোপড়ার সোনা রেস্তোরাঁতে যান নবদম্পতি। গ্রে টিশার্ট এর সঙ্গে ব্ল্যাক ডেনিম জিন্স ও মাথায় কালও টুপিতে ভিকি কৌশল এবং প্রিন্টেড পোশাকে ক্যাটরিনা কাইফ অসাধারণ লুকে সবার নজর কেড়েছেন। ইন্সটাতে ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছেন "হোম অ্যাওয়ে ফ্রম হোম"। এদিকে, আকর্ষণীয় ছবি আসতে চলেছে ভিকি এবং ক্যাটরিনার। ভিকি কৌশল এর "গোভিন্দা নাম মেরা" ছবিতে দেখা যাবে ভূমি পাডনেকার এবং কিয়ারা আদ্বানিকে। অপরদিকে ক্যাটরিনা কাইফ কে দেখা যাবে "টাইগার ৩" তে।