12/05/2022 17:42:36 PM Ankita Acharjee 127
নিজস্ব প্রতিনিধি -সিরিজ 'মির্জাপুর' দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলে দেয়, এরপর পরই মুক্তি পায় 'মির্জাপুর-২' আর তারপরেই সেই সিরিজটি দর্শকদের মনে এক আলাদা জায়গা করে নেয়, এবং সিরিজটির প্রত্যেকটি চরিত্রের এক আলাদা ভক্ত সংখ্যা তৈরি হয়।ইতিমধ্যেই সেই সিরিজটির তৃতীয়তম সিজনের জন্য বহু প্রত্যাশা নিয়ে বসে রয়েছেন ভক্তেরা।তার মাঝেই অভিনেতা আলী ফজল বৃহস্পতিবার প্রকাশ করেছেন যে তিনি জনপ্রিয় ক্রাইম ড্রামা সিরিজ "মির্জাপুর" এর বহুল প্রতীক্ষিত তৃতীয় সিজনের রিহার্সাল শুরু করেছেন।এক্সেল এন্টারটেইনমেন্টের অধীনে রিতেশ সিধওয়ানি এবং ফারহান আখতার প্রযোজিত, প্রাইম ভিডিও সিরিজটি ২০১৮ সালে প্রথম প্রিমিয়ার হয়েছিল।এটির দ্বিতীয় সিজন, যা ২০২০ সালে প্রকাশিত হয়েছিল, এটি ছিল ভারতে সবচেয়ে বেশি দেখা শোগুলির মধ্যে একটি।ফজল,যিনি সিরিজটিতে গ্যাংস্টার গুড্ডু পণ্ডিতের চরিত্রে অভিনয় করেছেন। অভিনেতা তৃতীয় সিজনের প্রস্তুতির কথা ইনস্টাগ্রামে ঘোষণা করেছেন।