আগামী কয়েক সপ্তাহ এই তিন রাশির জীবনে থাকবে শুধুই আনন্দ
10/05/2022 07:18:00 AM Akash Dutta 7987
নিজস্ব সংবাদদাতাঃ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, নির্দিষ্ট সময় অন্তর প্রতিটি গ্রহ রাশি পরিবর্তন করেন। তার ফলে মেষ থেকে মীন - প্রতিটি রাশির জাতকদের উপর প্রভাব পড়ে। আগামী ২ জুলাই পর্যন্ত মেষ রাশিতে থাকবেন বুধ। তার ফলে মেষ, কর্কট এবং সিংহ এই তিন রাশির জাতকদের জীবন সুখ-সমৃদ্ধিতে ভরে উঠবে। মান-সম্মান বাড়বে। পাশাপাশি রয়েছে অর্থপ্রাপ্তির যোগ।