30/04/2022 10:03:49 AM Mousumi Mondal 67
নিজস্ব সংবাদদাতাঃ এএফসি কাপে সময়ের রদবদল হলো। এতদিন ম্যাচ বিকাল ৫টা থেকে শুরু হতো কিন্তু এবার থেকে ম্যাচ শুরু হবে বিকাল ৪টে থেকে। রাতে ৯টার সময় যে ম্যাচ শুরু হত তা শুরু হবে সাড়ে ৮টা থেকে। সরকারি ভাবে এই সূচি ঘোষণা করে এশিয়ার ফুটবল নিয়ামক সংস্থা।