27/04/2022 16:32:39 PM Sweta Mitra 168
নিজস্ব সংবাদদাতাঃ নদিয়ার হাঁসখালির ধর্ষণের ঘটনা নিয়ে ফের সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নদিয়ার এসপিকে মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন যে হাঁসখালির ঘটনা কীভাবে ঘটল? হাঁসখালির ঘটনায় কেন খবর নেওয়া হয়নি? পুলিশের গাফিলতিতে কেন ভুগবে সরকার? নির্যাতিতার পরিবার পুলিশকে এক বয়ান দিয়েছে ওদিকে সিবিআইকে অন্য বয়ান দিয়েছে, দুটির মধ্যে কোনও মিল নেই। তিনি আরও বলেন, 'ধানতলায় তথ্য বিকৃতি করেছে বিজেপি। বাংলাকে উন্নাও হতে দেব না।'