নিজস্ব সংবাদদাতাঃ আর্থিক সঙ্কটে ধুঁকতে থাকা শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা করলেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজপক্ষে। এমনটাই সূত্রের খবর। এ প্রসঙ্গে রাজপক্ষে জানিয়েছেন, তিনি বিশ্বাস করেন, এমন পরিস্থিতিতে দেশে জরুরি অবস্থা জারি করা প্রয়োজন। অশান্তির আগুনকে নিয়ন্ত্রণে আনতে এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে, এই কঠোর সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন ছিল বলে মনে করেন তিনি।